Prev | Up | Next

প্রথম খণ্ড - শিবের আবেশ

শুন মন সুন্দর প্রভুর বাল্যকথা।
সুগুহ্য হইতে গুহ্য এসব বারতা॥
বড়ই মধুর কথা বড়ই আশ্চর্য।
জননীরে দেখাতেন কতই ঐশ্বর্য॥
মাঝে মাঝে শিবনেত্রসম হ'ত আঁখি।
নিশ্চল সুস্থির-প্রায় আই তাহা দেখি॥
কাঁদিতেন কত নবশিশু করি কোলে।
ব্রহ্মদৈত্য পাইয়াছে শৈশব ছাওয়ালে॥
'মানসিক' দেবতায় করেন জননী।
দু'নয়নে বারিধারা কতই না জানি॥
ভূতপতি শিবনাম কাছে উচ্চারণ।
করিলে হইত পরে আঁখি উন্মীলন॥
অধরে মধুর হাসি চাহি মা'র পানে।
ভুলাতেন জননীরে মাই মুখে টেনে॥
এইরূপে দুই তিন বর্ষ গেলে পরে।
সমানবয়স শিশু সঙ্গে খেলা করে॥
লাহা নামে ধনাঢ্যবংশীয় সেই গ্রামে।
যাওয়া-আসা হয় তাঁর তাঁদের ভবনে॥
নাম ধর্মদাস লাহা বড় কারবারি।
বহু ধনেশ্বর বহু টাকাকড়ি॥
আপনে করেন যত খাতায় লিখন।
কত টাকা কারবারে হয় বিতরণ॥
বিষয়ে বিষয়ী লোক ডুবে একমনে।
বিশেষে হিসাবকালে খাতা খতিয়ানে॥
মনোযোগ সেইমত অন্য কিসে নয়।
সেহেতু বিষয় বিষ ভক্তগণে কয়॥
কিন্তু ধর্মদাস খাতা খতিয়ানকালে।
গদাধরে ঘরে তাঁর আসিতে দেখিলে॥
আর না হইত তাঁর হিসাবেতে মন।
কি জানি কি করিতেন তাঁহে দরশন॥
বলিতেন ধর্মদাস শিশু গদাধরে।
যাও বাপ খাও গিয়া কি রেখেছে ঘরে॥
পুত্রনির্বিশেষে বাসে লাহার গৃহিণী।
কতই আদর করে না যায় বাখানি॥
যত্নে পোষা কত গাই দুধ দেয় কত।
নানাবিধ দুগ্ধদ্রব্য ঘরে জনমিত॥
খাওয়াতেন গদাধরে পরম যতনে।
গদাই কতই ক'ন শুনিতেন কানে॥
আপন নন্দন গয়াবিষ্ণু-নাম খ্যাতি।
সমবয়ঃ গদা'য়ের সঙ্গে বড় প্রীতি॥
কর্তৃপক্ষ উভয়ের পিরীতি দেখিয়ে।
দিয়াছিলা পরস্পর সেঙ্গাত পাতায়ে॥
সেঙ্গাতের নামান্তর সখা কই যারে।
কি সৌভাগ্য গয়াবিষ্ণু সখা পায় কারে॥
অখিলের নাথ যিনি জগতের পিতা।
সঙ্গে তাঁর গয়াবিষ্ণু করিল মিত্রতা॥
সঙ্গে নানারূপ খেলা বালকের সনে।
সসঙ্গী কানাই যেন নন্দের অঙ্গনে॥
অগণ্য গোধনেশ্বর গোকুল-মাঝারে।
এবে ধর্মদাস লাহা কামারপুকুরে॥
কি বড় করিব বন্দি যুগলচরণ।
যার ঘরে খেলে পূর্ণব্রহ্ম সনাতন॥
ব্রহ্মা বিষ্ণু মহেশের সবার উপর।
ধরিয়া মায়িক ধর্ম নর-কলেবর॥
গড়িলা নূতন ভেলা মহিমা-অপার।
করিবারে পতিতেরে ভবসিন্ধুপার॥

Prev | Up | Next


Go to top