প্রথম খণ্ড - হনুমানের সঙ্গে খেলা
১
বাল্যলীলা শ্রীপ্রভুর বড়ই সুন্দর।
শুন মন কেমনে খেলেন গদাধর॥
বিশ্বপতি শিশুমতি শিশুর আকার।
লীলা তাঁর ধরামাঝে বুঝা অতি ভার॥
সব অমানুষী কার্য সম্ভবে না নরে।
দেখে লোকে তবু কিছু বুঝিতে না পারে॥
যতই ঐশ্বর্য দেখে গ্রামবাসিগণ।
গদা'য়ে ঈশ্বরভাব না আসে কখন॥
নিকটে সরাইঘাটা যথা মায়াপুর।
মামাবাড়ি সেই গ্রামে ছিল শ্রীপ্রভুর॥
একবার মার সঙ্গে তথায় গমন।
পথিমধ্যে জননীরে বলিলা বচন॥
বস্ত্রে করি আচ্ছাদন কোলে কর মোরে।
পথে যেতে কেহ যেন না দেখে আমারে॥
যথা কথা মাতা করি বস্ত্রে আবরণ।
গদায়ে করিয়া কোলে করেন গমন॥
পথ-সন্নিকটে এক পীরের আস্থান।
সুশীতল বৃক্ষতল মনোরম স্থান॥
সন্ধান পাইয়া মায়ে কন ধীরে ধীরে।
দেহ দেহ দেহ গো মা নামাইয়া মোরে॥
বৃক্ষমূলে অধিষ্ঠিত যথা সত্যপীর।
প'ড়ে কত হাতী ঘোড়া বানানো মাটির॥
তাড়াতাড়ি ছুটিয়া গেলেন গদাধর।
কি জানি কি ভাবে ভরে তাঁহার অন্তর॥
গদাই বসিয়া তথা রহিলা অমনি।
কানে না প্রবেশে যত ডাকেন জননী॥
কোন মতে তথা হ'তে উঠিতে না চান।
নিরখিয়া জননীর আকুল পরাণ॥
বুঝাইয়া নানামতে কোলে নিতে তাঁয়।
তবে কতক্ষণ পরে ভাব ভেঙে যায়॥
বড়ই সুন্দর শিশু গদায়ের কথা।
পুনরায় দ্বিতীয় বিপদে পড়ে মাতা॥
পথে যেতে পূর্ববৎ গদাধর কোলে।
উপনীত পথপ্রান্তে কোন বৃক্ষতলে॥
ডালে মূলে মুখপোড়া অসংখ্য বানর।
দেখিয়া বড়ই খুশী হৈলা গদাধর॥
হাতে ছড়ি তাড়াতাড়ি গদাধর যান।
যেখানে বসিয়া মুখপোড়া হনুমান॥
অতি অল্পবয়ঃ শিশু ভয় নাহি মনে।
তাড়া করিলেন গিয়া যত হনুমানে॥
আপোষা বনের পশু হনুমানগণ।
গদা'য়ের প্রতি নাহি করে আক্রমণ॥
নামিয়া আইল যারা বসেছিল ডালে।
নানা রঙ্গে গদায়ের সঙ্গে তারা খেলে॥
ছুটাছুটি খেলে কত যত হনুমান।
তা দেখিয়া জননীর আকুল পরাণ॥
হিংসা করে পাছে কোন বনের বানর।
ঘন ঘন ডাকে তাঁয় আয় গদাধর॥
সামান্য ঘটনা কথা বড় নয় বেশী।
তথাপি সকল দেখ কার্য অমানুষী॥
বলিবার নহে কথা বলিতে কি আছে।
বনের বানর কোথা শিশুসনে নাচে॥
গাছে থাকে কাছে গেলে করে আক্রমণ।
কালিমাখা মুখেতে ভ্রূকুটি-প্রদর্শন॥
দেখ বিপরীত রীতি শিশু-প্রভুসনে।
পশুরূপী হনুসব চিনিল কেমনে॥
প্রভু-অবতারে যত পশুপাখিগণ।
গুল্ম লতা তরু কিংবা স্থাবর জঙ্গম॥
চেতন কি জড়-দেহ যে কোন আকার।
জানি না কে কোন্ ভক্ত কোথা আছে তাঁর॥
অতএব শুন মন প্রভু-অবতারে।
হীনাধম তুচ্ছ জ্ঞান না কর কাহারে॥
জয় সৎবুদ্ধিদাতা দয়ার সাগর।
ধরাধামে শিশুরূপী প্রভু গদাধর॥
গোচর তাহার যারে সৎবুদ্ধি কয়।
হেন সৎবুদ্ধি মোরে দেহ দয়াময়॥
নতুবা কে কোন্ জনা কি প্রকারে চিনি।
ঘন মায়া-ঘোরে আঁটা নয়ন-দু'খানি॥