কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
৯
রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ্ তেতালা।
আনন্দময়ি! তার, গো সকরুণ নয়নে চাও, মা!এ তনু দহে বিষয়ানলে, তাপিত তনয়ে জুড়াও, গো॥ত্রিভুবন-তারণ-কারণ তারানাম, নিজগুণে পতিতে তরাও॥কমলাকান্তে ক্রিয়াবিহীনে আর, কেন মিছে ভ্রমণে ভ্রমাও॥