Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

১৮

রামপ্রসাদী সুর। তাল একতালা॥

আমার মন! ভাব ভোলারে।
যা ইচ্ছা কর দিতে পারে॥
ত্রিপুরারি দয়াময়, কখন ভুলিবার নয়; মন রে!
পুরাকৃত পাপ যত, হর বিনে কে হরে॥
শুন মন! দুরাচার, শিবনাম সারাৎসার;
দ্যাখো ব্রহ্মময়ী পরাৎপরা, জটার ভিতরে॥
কমলাকান্ত বলে, পোড়্যে কালীর পদতলে;
মন রে! সৃষ্টি-স্থিতি-প্রলয়-কর্ত্রী ঘরণী যার ঘরে।

Prev | Up | Next


Go to top