কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
৯৫
রাগিণী আড়ানা। তাল জলদ তেতালা।
গিরিরাজনন্দিনী, অসুরনাশিনী, অভয়দায়িনী, সুরগণে।
তিনলোকপালিনী, মহিষমর্দিনী, পতিততারিণী, ত্রিভুবনে॥
অতি গম্ভীর নাদ, বিবাদ সুররিপু, দৈত্যসুত, সব রিপুসনে।
সুরাসুর-নাগ-নরগণ-চরণ-সেবিত, সমরক্ষেত্র সুজঘনে॥
ত্রিগুণধারিণী, তুমি তারা ত্রিনয়নী, ত্রিজগত শুভে শুভদায়িনী।
প্রমথসঙ্গ, বিরাজ ভবভয়, ঘোরতিমিরবিনাশিনী॥
কমলাকান্ত-পতিতে নিতান্ত, শরণ দেহি শিবে! তব শ্রীচরণে।
শমন দুরন্ত, অতি বলবন্ত, মিনতি অনন্ত, হের তারা! ত্রিনয়নে॥