কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
১০৬
রাগিণী মুলতান। তাল তিওট॥
জানি জানি গো জননি! যেমন পাষাণের মেয়ে।
আমারই অন্তরে থাক মা, আমারে লুকায়ে॥
প্রকাশি আপন মায়া, সৃজিলে অনেক কায়া, বান্ধিলে নির্গুণ ছায়া,
ত্রিগুণ দিয়ে। কার প্রতি সুমতি, কুমতি হও মা কার প্রতি, আপনারো
দোষ ঢাক, কারে দোষ দিয়ে॥
মা! না করি নির্বাণে আশ, না চাহি স্বর্গাদি-বাস, নিরখি চরণ-
দুটি হৃদয়ে রাখিয়ে। কমলাকান্তের এই, নিবেদন ব্রহ্মময়ি! তাহে
বিড়ম্বনা কর, মা! কি ভাব ভাবিয়ে॥
পাঠান্তর / পাঠভেদ:
জানি, জানি গো জননি, যেমন পাষাণের মেয়ে।
আমারই অন্তরে থাক মা, আমারে লুকায়ে॥
প্রকাশি আপন মায়া, সৃজিলে অনেক কায়া,
বান্ধিলে নির্গুণ ছায়া, ত্রিগুণ দিয়ে॥
কার প্রতি সুমতি, কুমতি হও মা কার প্রতি,
আপনারো দোষ ঢাক কারে দোষ দিয়ে॥
মা, না করি নির্বাণে আশ, না চাহি স্বর্গাদি-বাস,
নিরখি চরণদুটি হৃদয়ে রাখিয়ে।
কমলাকান্তের এই নিবেদন ব্রহ্মময়ি,
তাহে বিড়ম্বনা কর মা, কি ভাব ভাবিয়ে॥
পাঠান্তর / পাঠভেদ:
জানি, জানি গো জননি, যেমন পাষাণের মেয়ে॥
আমারই অন্তরে থাক মা, আমারে লুকায়ে
প্রকাশিত আপন মায়া, সৃজিলে, অনেক কায়া,
বান্ধিলে নির্গুণ ছায়া, ত্রিগুণ দিয়ে॥
কার প্রতি সুমতি, কুমতি হও মা কার প্রতি,
আপনারো দোষ ঢাক কারে দোষ দিয়ে
মা, না করি নির্বাণে আশ, না চাহি স্বর্গাদি-বাস,
নিরখি চরণদুটি হৃদয়ে রাখিয়ে।
কমলাকান্তের এই নিবেদন ব্রহ্মময়ি,
তাহে বিড়ম্বনা কর মা, কি ভাব ভাবিয়ে॥