কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
১১০
রাগিণী ঝিঝিট। তাল একতালা।
তরণী-মাঝি মেয়ে, রে! চল দেখে আসি গিয়ে।এ ভব-তরঙ্গ দেখে কি কর বসিয়ে॥দশমহাবিদ্যা রোয়েছে ঘেরিয়ে।তার মাঝে বসে আমার শঙ্কর যোগিয়ে॥বাজিছে মৃদঙ্গ-মাদল, তাতা থেয়ে থেয়ে।দেবসারি গায় কমল, অতুল ভাবিয়ে॥