Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

১১২

রাগিণী পরজ। তাল জলদ্ তেতালা।

তারা বল কি হবে বিফলে দিন যায়, মা!॥
মন যে চঞ্চল অতি নিষেধ না মানে, তবে আমি কি করি উপায়,
গো!॥
বিষয়ে আবৃত মন, ভ্রময়ে অকারণ, সদা সুত দারা ধন, আরাধিতে
চায়। কমলাকান্তের চিত, সদা উন্মত্ত, শ্যামা! মা যদি রাখ রাঙা
পায়, গো!

Prev | Up | Next


Go to top