কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
১৮৭
রাগিণী পরজ। তাল জলদ্ তেতালা।
মা! আমারে তারিতে হবে, আমি অতি হীন দুরাচার।না ভাবিয়া কারণ মজিলাম ভবে॥পতিত দেখিয়া যদি, না তার ভব-জলধি, পতিতপাবনী নামেকলঙ্ক রবে॥কমলাকান্তের মন! বিষয় না ত্যজ কেন, বৃথা জনম মম ধিক্মানবে॥