Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

২২১

রাগিণী মুলতান। তাল তিওট্॥

শিবে! চাও গো তারা তুমি, ও মা পাষাণের মেয়ে।
এ তনু সফল কর মা! বারেক হেরিয়ে॥
ধরেছ বাপের রীতি, কঠিন হয়েছ অতি, তেঁই দয়া না উপজে,
গো! দীনের মুখ চেয়ে॥
যদি বা কুপুত্র হয়, মায়ের বৈ আর কারো নয়; কে কোথা তনয়ে
ত্যজে, জননী হইয়ে। কমলাকান্তের ভার, বল কে লইবে আর;
কিঞ্চিৎ করুণা কর, মা! কাতর দেখিয়ে॥

Prev | Up | Next


Go to top