কালী (কালীদাস/কালিদাস) ভট্টাচার্য (মুর্শিদাবাদ বালুচরনিবাসী)
১৮
রাগিণী সিন্ধু - তাল ঠেকা জলদ।
যেন মন ভুলে না,
আমার অন্তে যেন কালী কালী বলে রসনা।
মা ও চরণ করেছি সার, যা কর কর মা এইবার,
ভবনদী হইব পার,
কি হইবে তার বলনা।
মা এ দেহ সঁপেছি আমি, যা জান তা কর তুমি,
কালীদাস কালী বিনে অন্য কিছু জানে না।