Prev | Up | Next

কালী (কালীদাস/কালিদাস) ভট্টাচার্য (মুর্শিদাবাদ বালুচরনিবাসী)

২২

রাগিণী টোড়ী। তাল মধ্যমান।

হর-হৃদি-হৃদে পদ, জিনি যেন কোকনদ
গদগদ ভাবে কে প্রমদা মদে নাচিছে।
তুড়ি দিয়ে যোগিনীগণে করে গান, উন্মত্ত
সুধাপানে বামা পানে হেরি হেরি হাসিছে।
সবে আশোয়ারি আ মরি কি রূপ-আভা কালী-
দাস দাস-ভাবে ভঙ্গি হেরিতেছে।

Prev | Up | Next


Go to top