চণ্ডী (অন্ধ)
২
দেখে যা গো নগরবাসী
অঙ্গনে উদয় আমার উমা অকলঙ্ক শশী।
একে উমার রূপের নাহিক ত্রুটি হেরিলে না ফেরে দিঠি,
মেয়ের কাছে মেয়ে দুটি, কোটি গগন-শশী দুষি।
শুনেছি নারদের মুখে, সবে আমার প্রাণ-উমাকে
ব্রহ্মময়ী ব'লে ডাকে, যোগে ভাবে যোগী-ঋষি।
অন্ধ চণ্ডীদাসে ভণে, রাণী তোমার উমাধনে
মা দেখাইলে জগজ্জনে, কেবল আমি কি গো
এত দোষী।
পাঠান্তর / পাঠভেদ:
দেখে যা গো নগরবাসী
অঙ্গনে উদয় আমার অকলঙ্ক শশী।
একে উমার রূপের নাহিক ত্রুটি হেরিলে না ফেরে দিঠি,
মেয়ের কাছে মেয়ে দুটি, কোটি গগন-শশী দুষি।
শুনেছি নারদের মুখে, সব আমার প্রাণ-উমাকে
ব্রহ্মময়ী ব'লে ডাকে, যোগে ভাবে যোগী-ঋষি।
অন্ধ চণ্ডীদাসে ভণে, রাণী তোমার উমাধনে।
মা দেখাইলে জগজনে কেবল আমি কি গো এত দোষী।