চন্দ্রকুমার চট্টোপাধ্যায়
১
কোথা আছ ও মা তারা, ভবের ঘরণী।
দুর্গতিনাশিনী দুর্গা, উমা কাঞ্চনবরণী॥
তব মানসে সম্ভব, ব্রহ্মা জনার্দন ভব,
বিশ্বমাতা, নাম তব, শরণাগতপালিনী॥
তুমি গো নিত্য প্রকৃতি, তোমাতেই সৃষ্টি স্থিতি,
তুমি বায়ু জল ক্ষিতি, অসুরদল-দলনী॥
তুমি আকাশ-প্রকাশ, তুমি গো চপলা-হাস,
প্রলয়ে মা তুমি ভাস, হ'য়ে অনন্তশায়িনী॥
গয়া গঙ্গা বারাণসী, কেতু তারা রবি শশী,
তুমি পক্ষ দিবা নিশি, মহেশী ঈশী সর্বাণী॥
তুমি পুষ্প-পরিমল, জঙ্গম জীবসকল,
রিপু ঋতু বুদ্ধি বল, সকলি তুমি জননী॥
মূঢ় জীব জ্ঞান নাই, তোমায় ভিন্ন ভাবি তাই,
চন্দ্রে অন্তে দিও ঠাঁই, মা, পাই যেন পদ দু'খানি॥
পাঠান্তর / পাঠভেদ:
কোথা আছ ও মা তারা, ভবের ঘরণী।
দুর্গতিনাশিনী, দুর্গা, উমা কাঞ্চনবরণী॥
তব মানসে সম্ভব, ব্রহ্মা জনার্দন ভব,
বিশ্বমাতা, নাম তব, শরণাগতপালিনী॥
তুমি গো নিত্য প্রকৃতি, তোমাতেই সৃষ্টি স্থিতি,
তুমি বায়ু জল ক্ষিতি, অসুরদল-দলনী॥
তুমি আকাশ-প্রকাশ, তুমি গো চপলা-হাস,
প্রলয়ে মা তুমি ভাস, হয়ে অনন্তশায়িনী॥
গয়া গঙ্গা বারাণসী, কেতু তারা রবি শশী,
তুমি পক্ষ দিবা নিশি, মহেশী ঈশী সর্বাণী॥
তুমি পুষ্প-পরিমল, জঙ্গম জীবসকল,
রিপু ঋতু বুদ্ধি বল, সকলি তুমি জননী॥
মূঢ় জীব জ্ঞান নাই, তোমায় ভিন্ন ভাবি তাই,
চন্দ্রে অস্তে দিও ঠাঁই, মা, পাই যেন পদ দু'খানি॥