দাশরথি রায়
১
কর কর নৃত্য নৃত্যকালী, একবার মন-সাধে,
রণক্ষেত্রে - মা! মোর হৃদয়-মাঝে।
দেহের ভেদী ছ-জন কু-জন,
এরা বাদী ভজন-পূজন-কাজে।
জ্ঞান-অসিতে তার কর ছেদন,
নিবেদন - চরণ-সরোজে,
আগে বধ ব্রহ্মময়ি, মোর কুমতি-রক্তবীজে,
ও তোর ভক্ত দাশরথি,
অনুরক্ত হয় ঐ পদাম্বুজে॥
পাঠান্তর / পাঠভেদ:
কর কর নৃত্য নৃত্যকালী, একবার মন সাধে,
রণক্ষেত্র মা! মোর হৃদয়-মাঝে।
দেহের ভেদী ছ-জন কু-জন,
এরা বাদী ভজন পূজন কাজে।
জ্ঞান-অসিতে তার কর ছেদন,
নিবেদন-চরণ সরোজে,
আগে বধ ব্রহ্মময়ি, মোর কুমতি রক্তবীজে,
ও তোর ভক্ত দাশরথি
অনুরক্ত হয় ঐ পদাম্বুজে॥