Prev | Up | Next

নীলাম্বর

রাগিণী জঙলা। তাল একতালা।

শমন মিছে আশা কর। পাশা পাড়াইতে
কি আমার পার।
ছক রেখেছি বাধ্য করে সাধ্য নাই হারাইতে পার
জয় দুর্গা বলে পাষ্টি ফেলে দান মেরেছি কচে বার।
রোখ করে রয়েছি বসে দুর্গানাম লয়ে মূলাক্ষর
কেন মরবি হেরে যা রে ফিরে জিনবে বাকি
লীলাম্বর॥

Prev | Up | Next


Go to top