প্যারীমোহন কবিরত্ন
২
এই বেলা মন নে রে ডেকে নীলাব্জবরণী মাকে;
নিলাম নিলাম কচ্ছে শমন, কখন্ নেবে নিলাম ডেকে।
কাল নিলে নিলামে ডেকে, কার শক্তি কে রাখবে ডেকে!
ল'য়ে যাবে ডাকে ডাকে, তখন আর কি হবে ডেকে?
জ্ঞাতি-বন্ধুগণে ডেকে, কায়াটা কাপড়ে ঢেকে,
কাঁদবে সবে ডেকে ডেকে, সাড়া কেউ পাবে না ডেকে।
চুল পেকেছে, দাঁত পড়েছে, পরমায়ুর মেয়াদ গিয়েছে,
পরোয়ানা দেখ এসেছে, অতএব বলি তোকে॥