মহেন্দ্রনাথ ভট্টাচার্য (প্রেমিক)
৫
ফিরিয়ে নে তোর বেদের ঝুলি।
ও মা মজাসনে আর আমায় কালী॥
ভোজের খেলা খেলতে ভবে
আমারে একলা পাঠালি।
ও মা কি ভাব ভেবে বল্ না শিবে,
ভানুমতীরে জুটিয়ে দিলি॥
মায়ায় ম'জে বেদে সেজে
বারে বারে যতই খেলি;
মা তোর এমনি অধপ্পেয়ে ঝুলি -
খেলার জিনিষ হয় না খালি॥
মনে করি খেলবো না আর,
ভানুমতীরে ছাড়তে বলি।
ও মা এমনি কুহকিনীর কুহক -
আবার তার কুহকে ভুলি॥
এমন সর্বনেশে মায়া,
মহামায়া, কোথায় পেলি!
আমি আর যে পারি নে শ্যামা,
ব'লতে আত্মারামের বুলি॥
প্রেমিক বলে, কি ব'লে মা
তনয়ে বেদে সাজালি।
ও মা দয়াময়ি, দয়াময়ীর নামে
কালী কালি দিলি॥
পাঠান্তর / পাঠভেদ:
ফিরিয়ে নে তোর বেদের ঝুলি।
ও মা মজাসনে আর আমায় কালী॥
ভোজের খেলা খেলতে ভবে
আমারে একলা পাঠালি।
ও মা কি ভাব ভেবে বল না শিব,
ভানুমতীরে জুটিয়ে দিলি॥
মায়ায় মজে বেদে সেজে
বারে বারে যতই খেলি,
মা তোর এমনি অধপ্পেয়ে ঝুলি -
খেলার জিনিষ হয় না খালি॥
মনে করি খেলবো না আর,
ভানুমতীরে ছাড়তে বলি।
ও মা এমনি কুহকিনীর কুহক -
আবার তার কুহকে ভুলি॥
এমন সর্বনেশে মায়া,
মহামায়া, কোথায় পেলি!
আমি আর যে পারি নে শ্যামা,
ব'লতে আত্মরামের বুলি॥
প্রেমিক বলে, কি ব'লে মা
তনয়ে বেদে সাজালি।
ও মা দয়াময়ি, দয়াময়ীর নামে
কালী কালি দিলি॥