রসিকচন্দ্র রায়
৫
কে জানে মা তব তত্ত্ব, মহৎ-তত্ত্ব-প্রসবিনী,
মহতে ত্রিগুণ দিয়া নির্গুণা হ'লে আপনি।
তুমি চিৎ-অভিমুখী, কার্য-হেতু চিৎ-বিমুখী,
চিদানন্দে পিছে রাখি, চিত্তানন্দে উন্মাদিনী॥
ত্যজ্য করি নির্বিকারে, মহৎ হ'তে অহঙ্কারে,
সৃষ্টি কর সবিকারে, বিকাররূপিণী।
সেই হ'তে তিন শক্তি, তিন কার্যে এক যুক্তি,
তিনে এক হ'য়ে মুক্তি রসিকে দিও জননি॥