Prev | Up | Next

রসিকচন্দ্র রায়

কে জানে মা তব তত্ত্ব, মহৎ-তত্ত্ব-প্রসবিনী,
মহতে ত্রিগুণ দিয়া নির্গুণা হ'লে আপনি।
তুমি চিৎ-অভিমুখী, কার্য-হেতু চিৎ-বিমুখী,
চিদানন্দে পিছে রাখি, চিত্তানন্দে উন্মাদিনী॥
ত্যজ্য করি নির্বিকারে, মহৎ হ'তে অহঙ্কারে,
সৃষ্টি কর সবিকারে, বিকাররূপিণী।
সেই হ'তে তিন শক্তি, তিন কার্যে এক যুক্তি,
তিনে এক হ'য়ে মুক্তি রসিকে দিও জননি॥

Prev | Up | Next


Go to top