Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

প্রসাদী সুর - একতালা।

অভয় পদে প্রাণ সঁপেছি।
আমি আর কি শমনভয় রেখেছি॥
কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি।
আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি॥
দেহের মধ্যে সুজন যে জন, তাঁর ঘরেতে ঘর করেছি।
এবার শমন এলে, হৃদয় খুলে, দেখাব ভেবে রেখেছি॥
সারাৎসার তারানাম, আপন শিখাগ্রে বেঁধেছি।
রামপ্রসাদ বলে দুর্গা ব'লে, যাত্রা ক'রে বসে আছি॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

অভয় পদে প্রাণ সঁপেছি।
আমি আর কি যমের ভয় রেখেছি॥
কালীনাম কল্পতরু, হৃদয়ে রোপণ ক'রেছি।
আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি
দেহের মধ্যে সুজন যেজন, তাঁর ঘরেতে ঘর করেছি।
এবার শমন এলে, হৃদয় খুলে, দেখাব ভেবে রেখেছি॥
সারাৎসার তারানাম, আপন শিখাগ্রে বেঁধেছি।
রামপ্রসাদ বলে দুর্গা বলে, যাত্রা করে বসে আছি॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা। তাল একতালা।

অভয় পদে প্রাণ সুপেছি,
আমি আর কি যমের ভয় রেখেছি।
কালীনাম মহামন্ত্র আত্ম-শির-শিখায় বেন্ধেছি,
আপন দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে
এনেছি।
কালীনাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি।
এবার সমন এলে হৃদয় খুলে দেখাব তাই ভেবে
আছি॥
দেহের মধ্যে ছজন কুজন, তাদের ঘরে দূর করেছি,
রামপ্রসাদ বলে, দুর্গা বলে যাত্রা করে বসে আছি॥

Prev | Up | Next


Go to top