রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
৪১
জংলা - একতালা।
একবার ডাক রে কালী তারা বোলে,
জোর ক'রে রসনে।
ও তোর ভয় কি রে শমনে॥
কাজ কি তীর্থ গঙ্গা কাশী, যার হৃদে জাগে এলোকেশী।
তার কাজ কি ধর্মকর্ম, ও তাঁর মর্ম যেবা জানে॥
ভজনের ছিল আশা, সূক্ষ্ম মোক্ষ পূর্ণ আশা।
রামপ্রসাদের এই দশা,
দ্বিভাব ভেবে মনে॥
পাঠান্তর / পাঠভেদ:
জংলা - একতালা
একবার ডাকরে কালী তারা ব'লে, জোর করে' রসনে।
ও তোর ভয় কিরে শমনে॥
কাজ কি তীর্থ গঙ্গা কাশী, যার হৃদে জাগে এলোকেশী।
তার কাজ কি ধর্ম কর্ম, ও তাঁর মর্ম যেবা জানে॥
ভজনের ছিল ভরসা, সূক্ষ্ম মোক্ষ পূর্ণ আশা।
রামপ্রসাদের এই দশা, দ্বিভাবে ভেবে মনে॥