রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
৭৫
খাম্বাজ - একতালা।
কামিনী যামিনী বরণে রণে, এল কে।
উলঙ্গ এলোকেশী, বাম করে ধরে আসি,
উল্লাসিতা দানব-নিধনে॥
পদভরে বসুমতী, সভীতা কম্পিতা অতি,
তাই দেখে পশুপতি পতিত চরণে রণে॥
দ্বিজ রামপ্রসাদে কয়, তবে আর কি রে ভয়,
অনায়াসে যম জয়, জীবনে মরণে রণে॥