রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১০৬
প্রসাদী সুর - একতালা।
জয় কালী জয় কালী বল।
লোকে মন্দ বলে বলবে তায় কিরে তোর বয়ে গেল।
আছে ভাল মন্দ দুটো কথা,
যা ভাল তাই করা ভাল॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
জয় কালী জয় কালী বল।
লোকে বলে বলবে পাগল হ'লো॥
লোকে মন্দ বলে বলবে, তায় কিরে তোর বয়ে গেল।
আছে ভাল মন্দ দুটো কথা, যা ভাল তাই করা ভাল॥
কালীনামের খড়্গ তুলে' মায়া-মোহ কেটে ফেলো।
ক'রে মিছে মায়ায় টানাটানি রামপ্রসাদের প্রমাদ হ'লো॥