রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৫২
প্রসাদী সুর - একতালা।
ভাব না কালী ভাবনা কিবা।
ওরে মোহ-ময়ী রাত্রি গতা
সংপ্রতি প্রকাশে দিবা॥
অরুণ-উদয়-কাল, ঘুচিল তিমির-জাল।
ওরে কমলে কমল ভাল, প্রকাশ করিলা শিবা॥
বেদে দিলে চক্ষে ধূলা, ষড়দর্শনের সেই অন্ধগুলা,
ওরে না চিনিল জ্যেষ্ঠামূলা,
খেলাধূলা কে ভাঙিবা॥
যেখানে আনন্দ-হাট, গুরু-শিষ্য নাস্তি পাঠ।
ওরে যার নেটো তার নাট, তত্ত্বে তত্ত্ব কে পাইবা॥
যে রসিক ভক্ত শূর, সে প্রবেশে সেই পুর,
রামপ্রসাদ বলে ভাঙলো ভোর,
আগুন বেঁধে কে রাখিবা॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
ভাবনা কালী ভাবনা কিবা।
ওরে মোহময়ী রাত্রি গতা, সংপ্রতি প্রকাশে দিবা॥
অরুণ-উদয়কাল, ঘুচিল তিমির-জাল।
ওরে কমলে কমল ভাল, প্রকাশ করেছে শিবা॥
বেদে দিলে চক্ষে ধূলা, ষড়্-দর্শনের সেই অন্ধগুলা।
ওরে না চিনিল জ্যেষ্ঠা মূলা, খেলাধূলা কে ভাঙিবা॥
যেখানে আনন্দহাট, গুরুশিষ্য নাস্তি পাঠ।
ওরে যার নেটো তারি নাট, তত্ত্বে তত্ত্ব কে পাইবা॥
যে রসিক ভক্ত শূর, সেই প্রবেশে সেই পুর।
রামপ্রসাদ বলে ভাঙলো ভুর, আগুন বেঁধে কে রাখিবা॥
পাঠান্তর / পাঠভেদ:
ভাবনা কালী ভাবনা কিবা।
অরে মোহময়ী রাত্রি গতা সংপ্রতি প্রকাশে দিবা।
অরুণ-উদয়-কাল, ঘুচিল তিমির-জাল,
ওরে কমলে কমল ভাল প্রকাশ করেছে শিবা॥
বেদে দিলে চক্ষে ধুলা, ষড়দর্শনে সেই অন্ধগুলা
ওরে না চিনিল জ্যেষ্ঠা মূলা খেলাধূলা কে ভাঙিবা
যেখানে আনন্দ-হাট, গুরু-শিষ্য নাস্তি পাট,
ওরে যার নেটো তারি নাট, তত্ত্বে তত্ত্বকে পাইবা।
যে রসিক ভক্ত শূর, সেই প্রবেশে সেই পুর,
রামপ্রসাদ বলে ভাঙলো ভুর, আগুণ বেঁধে কে রাখিবা॥
পাঠান্তর / পাঠভেদ:
ভাব না কালী, ভাবনা কিবা।
ওরে মোহময়ী রাত্রি গতা, সম্প্রতি প্রকাশে দিবা।
অরুণ-উদয়-কাল, ঘুচিল তিমির-জাল।
ওরে কমলে কমল ভাল, প্রকাশ করেছে শিবা॥
বেদে দিলে চক্ষে ধূলা, ষড়্দর্শনের সেই অন্ধগুলা
ওরে না চিনিল জ্যেষ্ঠামূলা,
খেলা-ধূলা কে ভাঙিবা॥
যেখানে আনন্দ-হাট, গুরু-শিষ্য নাস্তিপাঠ।
ওরে যার নেটো তার নাট, তত্ত্বে তত্ত্ব কে পাইবা।
যে রসিক ভক্ত শূর, সে প্রবেশে সেই পুর,
রামপ্রসাদ বলে ভাঙলো ভূর,
আগুন বেঁধে কে রাখিবা॥