Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৮৮

প্রসাদী সুর - একতালা।

মা আমার অন্তরে আছ।
তোমায় কে বলে অন্তরে শ্যামা,
তুমি পাষাণ-মেয়ে বিষম মায়া,
উপাসনাভেদে তুমি,        প্রধান মূর্তি ধর পাঁচ
যে জন পাঁচের এক কোরে ভাবে,
তার হাতে মা কোথা বাঁচ॥
বুঝে ভার দেয় না যে জন, তার ভার নিতে হাঁচ।
যে জন কাঞ্চনের মূল্য জানে,
সে কি ভুলে পেয়ে কাঁচ॥
প্রসাদ বলে আমার হৃদয়, অমল কমল সাঁচ।
তুমি সেই সাঁচে নির্মিতা হয়ে,
মনোময়ী হয়ে নাচ॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মা আমার অন্তরে আছ।
(তোমায় কে বলে অন্তরে শ্যামা)॥
তুমি পাষাণমেয়ে বিষম মায়া, কতই মা কাচাও গো কাচ॥
উপাসনা-ভেদে তুমি প্রধান মূর্তি ধর পাঁচ।
যে জন পাঁচেরে এক কোরে ভাবে, তার হাতে মা কোথা বাঁচা
বুঝে ভার দেয় না যে জন, তার ভার নিতে হাঁচ।
যে জন কাঞ্চনের মূল্য জানে, সে কি ভুলে পেয়ে কাচ॥
প্রসাদ বলে আমার হৃদয়, অমল কমল সাঁচ।
তুমি সেই সাঁচে নির্মিতা হয়ে, মনোময়ী হয়ে নাচ॥

পাঠান্তর / পাঠভেদ:

মা আমার অন্তরে আছ।
তোমায় কে বলে অন্তরে শ্যামা।
মা আমার অন্তরে আছ।
তুমি পাষাণ মেয়ে, বিষম মায়া, কত কাচ কাচাও
কাচ॥
উপাসনাভেদ তুমি প্রধান মূর্তি ধর পাঁচ।
যে পাঁচেরে এক কোরে ভাবে তার হাতে কোথা বাঁচ
বুঝে ভার দেয় যে জন, তার ভার নিতে হাঁচ।
যে কাঞ্চনের মূল্য জানে, সে কি ভুলে পেয়ে কাঁচ॥
প্রসাদ বলে আমার হৃদয়, অমল কমল সাঁচ।
তুমি সেই সাঁচে নির্মিতা হোয়ে, মনোময়ী হোয়ে
নাচ॥

Prev | Up | Next


Go to top