Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২০৭

প্রসাদী সুর - একতালা।

মুক্ত কর মা মুক্তকেশী।
কালের হাতে সঁপে দিয়ে মা,
ভুলেছ কি রাজ-মহিষী।
তারা কত দিনে কাটবে আমার,
এ দুরন্ত কালের ফাঁসি॥
প্রসাদ বলে কি ফল হবে, হই যদি গো কাশীবাসী।
ঐ যে বিমাতাকে মাথায় ধ'রে,
পিতা হলেন শ্মশানবাসী॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মুক্ত কর মা মুক্তকেশী।
ভবে যন্ত্রণা পাই দিবানিশি॥
কালের হাতে সঁপে দিয়ে মা, ভুলেছ কি রাজমহিষী।
তারা কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি॥
প্রসাদ বলে কি ফল হবে হই যদি গো কাশীবাসী।
ঐ যে বিমাতাকে মাথায় ধ'রে পিতা হলেন শ্মশানবাসী॥

Prev | Up | Next


Go to top