Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২১১

যশোদা নাচাতো গো মা ব'লে নীলমণি;
সে বেশ লুকালে কোথা করালবদনী?
একবার নাচ গো শ্যামা, -
হাসি বাঁশী মিশাইয়ে, মুণ্ডমালা ছেড়ে, বনমালা প'রে,
অসি ছেড়ে বাঁশী লয়ে, আড়-নয়নে চেয়ে চেয়ে,
গজমতি নাসায় দুলুক;
যশোদার সাজানো বেশে, অলকা-আবৃত মুখে,
অষ্ট নায়িকা, অষ্ট সখী হোক;
যেমন ক'রে রাসমণ্ডলে নেচেছিলি,
হৃদি-বৃন্দাবন-মাঝে, ললিত ত্রিভঙ্গ-ঠামে,
চরণে চরণ দিয়ে, গোপীর মন-ভুলানো বেশে,
তেমনি তেমনি তেমনি করে;
(দেখে নয়ন সফল করি) বড় সাধ আছে মনে;
তোর শিব বলরাম হোক, (হেরি নীলিগিরি আর রজতগিরি)
একবার বাজা গো মা - সেই মোহন বেণু,
যে বেণু-রবে ধেনু ফিরাতিস্, যে বেণু-রবে যমুনায় উজান ধরিত;
বাজুক তোর বেণু বলায়ের শিঙে।
শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে গো মা;
তা থেইয়া তা থেইয়া, তা তা থেই থেই বাজত নূপুর-ধ্বনি।
শুন্তে পেয়ে, আসতো ধেয়ে ব্রজের রমণী॥ (গো মা)
গগনে বেলা বাড়িত, রাণী ব্যাকুল হইত;
বলে ধর ধর ধর, ধর রে গোপাল, ক্ষীর সর ননী।
এলাইয়ে চাঁচর কেশ রাণী বেঁধে দিত বেণী॥

পাঠান্তর / পাঠভেদ:

যশোদা নাচাতো গো মা বলে নীলমণি;
সে বেশ লুকালে কোথা করালবদনী?
একবার নাচ গো শ্যামা, -
হাসি বাঁশী মিশাইয়ে, মুণ্ডমালা ছেড়ে, বনমালা প'রে,
অসি ছেড়ে বাঁশী লয়ে, আন-নয়নে চেয়ে চেয়ে,
গজমতি নাসায় দুলুক;
যশোদার সাজানো বেশে, অলকা-আবৃত মুখে
অষ্ট নায়িকা, অষ্ট সখী হোক;
যেমন ক'রে রাসমণ্ডলে নেচেছিলি,
হৃদি-বৃন্দাবন-মাঝে, ললিত ত্রিভঙ্গ-ঠামে,
চরণে চরণ দিয়ে, গোপীর মন-ভুলানো বেশে,
তেমনি তেমনি তেমনি করে;
(দেখে নয়ন সফল করি) বড় সাধ আছে মনে;
তোর শিব বলরাম হোক, (হেরি নীলগিরি আর রজতগিরি)
একবার বাজা গো মা - সেই মোহন বেণু,
যে বেণু-রবে ধেনু ফিরাতিস্, যে বেণু-রবে যমুনায় উজান ধরিত;
বাজুক তোর বেণু বলয়ের শিঙে।
শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে গো মা;
তা থেইয়া তা থেইয়া, তা তা থেই থেই বাজত নুপুর-ধ্বনি।
শুনতে পেয়ে, আসতো ধেয়ে ব্রজের রমণী॥ (গো মা)
গগনে বেলা বাড়িত, রাণী ব্যাকুল হইত;
বলে ধন ধর ধর ধর রে গোপাল, ক্ষীর সর ননী।
এলাইয়ে চাঁচর কেশ রাণী বেঁধে দিত বেণী॥

Prev | Up | Next


Go to top