Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

২১৩

প্রসাদী সুর - একতালা।

যাও গো জননি, জানি তোরে।
তারে দাও দ্বিগুণ সাজা মা, যে তোর খোসামদি করে॥
মা মা ব'লে পাছু পাছু যে জন স্তুতি-ভক্তি করে।
দুঃখে শোকে দগ্ধে তারে দাখিল করিস্ যমের ঘরে॥
ঘরে কারে পাওয়া যায়, ক্ষীণ আলে বারি ধায়,
যে জন হয় শক্ত, তার ত্রিকাল মুক্ত, জোর-জবরে।
চোকে আঙুল না দিলে পর,
দেখবি না মা বিচার ক'রে॥
ও মা হরের আরাধ্য পদ, ভয়ে দিলি মহিষাসুরে।
যে দু-কথা শোনাতে পারে, যে জনা হেতের ধরে,
তার হয়ে আশ্রিত সদা থাকিস্ মা পরাণের ডরে॥
রামপ্রসাদ কৃতার্থ হবে, কৃপাকণা-জোরে।
সাধ রে শ্যামার পদ এ নব ইন্দ্রিয় হরে॥

Prev | Up | Next


Go to top