Prev | Up | Next

রামলাল দাস দত্ত

(আমার) মা নয় সামান্য মেয়ে।
আছে আঁধারে আলো করিয়ে॥
দেবর্ষি মহর্ষি কত আছে মায়ের পদ চেয়ে,
শিব হয়েছেন শমন-জয়ী আমার মায়ের চরণ পেয়ে॥
আমার মাকে ডাকে যে-জন ভক্তিভাবে মা বলিয়ে,
ধ্রুবলোক যায় সে ধ্রুব, দিব্য বিমানে চড়িয়ে।
(মায়ের) চরণ লাগি গৃহত্যাগী মহাযোগী বিভোর হ'য়ে
আছেন চরণ দুটি বক্ষে ধরি ভোলানাথ ভূমে পড়িয়ে॥
আমার মায়ের মতন যে আর নাইকো ভবে দুটি মেয়ে।
সৃজে পালে নাশে ভুবন, ব্রহ্মা বিষ্ণু শিব হইয়ে।
রাম বলে, তাঁয় ভাবে যে-জন সর্বেশ্বরী মা জানিয়ে,
সে ভবের হাটে কেনা-বেচা এই বারেই যায় শেষ করিয়ে॥

Prev | Up | Next


Go to top