Prev | Up | Next

হরু ঠাকুর

শুভ সপ্তমীতে শুভ যোগেতে উমা এলেন হিমালয়
কোরে নিরীক্ষণ, চক্ষে হেরে চাঁদ-বদন,
অভয়ায় গিরিরাণী কয় -
আয় মা পূর্ণ শশী, স্বর্ণ-শশী বিধি আমায় দিয়েছে,
একবার আয় গো মা কোলে, ডাকো 'মা' বোলে,
পাষাণেতে পদ্ম ফুটেছে।
গেলো মনোদুঃখ দূরে, তোমার বিধুমুখ হেরে,
এলে করুণাময়ী মা করুণা কোরে॥
বল মা আমার কাছে,
জামাই শিব এখন কেমন আছে?
শিবের সুমঙ্গল শুনিলে সকল,
শুনলে পরে আমার প্রাণ বাঁচে।
মনে করতেম আমি সদাই বাসনা,
উমা-ধনে আন্তে যাই।
ভাবতেম মনেতে, কাঁদতেম নিশি-দিনেতে,
চলিবার কিছু শক্তি নাই।
গিরি প্রাণ বাঁচালে তোমায় এনে,
পূর্ণ হলো বাসনা, ঘুচলো বেদনা সকল যন্ত্রণা;
তুমি না এলে এখন, যেতো মা জীবন,
মায়ে ঝিয়ে দেখা হোতো না।
এখন জুড়ালো হৃদয়, দুঃখ গেলো সমুদয়,
হোলো কোটি চন্দ্র উদয় এ গিরিপুরে॥

পাঠান্তর / পাঠভেদ:

শুভ সপ্তমীতে শুভ যোগেতে উমা এলেন হিমালয়।
কোরে নিরীক্ষণ, চক্ষে হেরে চাঁদ-বদন,
অভয়ায় গিরিরাণী কয় -
আয় মা পূর্ণ শশী, স্বর্ণ-শশী বিধি আমায় দিয়েছে,
একবার আয় গো মা কোলে, ডাকো 'মা' বোলে,
পাষাণেতে পদ্ম ফুটেছে।
গেলো মনোদুঃখ দূরে, তোমার বিধুমুখ হেরে
এলে করুণাময়ী মা করুণা কোরে॥
বল মা আমার কাছে,
জামাই শিব এখন কেমন আছে?
শিবের মঙ্গল শুনিলে সকল,
শুনলে আমার প্রাণ বাঁচে।
মনে করতেম আমি সদাই বাসনা,
উমা-ধনে আন্তে যাই
ভাবতেম মনেতে কাঁদতেম নিশি-দিনেতে,
চলিবার কিছু শক্তি নাই।
গিরি প্রাণ বাঁচালে তোমায় এনে,
পূর্ণ হলো বাসনা, ঘুচলো বেদনা সকল যন্ত্রণা;
তুমি না এলে এখন, যেতো মা জীবন,
মায়ে ঝিয়ে দেখা হোতো না।
এখন জুড়ালে হৃদয়, দুঃখ সমুদয়,
হোলো কোটি চন্দ্র উদয় এ গিরিপুরে॥

Prev | Up | Next


Go to top