Prev | Up | Next

প্রথম খণ্ড - শ্রীপ্রভুর জন্মকথা

হুগলি জেলায় গ্রাম কামারপুকুর।
সৎ দ্বিজকুলে জন্ম হৈল শ্রীপ্রভুর॥
চাটুয্যে শ্রীখুদিরাম জনক তাঁহার।
তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার॥
জাতিগত কর্ম যাহা সব আচরণ।
জপ তপ ধ্যান পূজা তীর্থপর্যটন॥
হইলে দূরস্থ তীর্থ নির্ভয় অন্তর।
পায়ে হেঁটে যান সেতুবন্ধ রামেশ্বর॥
ন্যায়পরায়ণ তেঁহ ধার্মিক সুধীর।
রামভক্ত শালগ্রাম ঘরে রঘুবীর॥
আর দুটি ঠাকুরের ঘরেতে বিরাজ।
একটি শীতলামাতা অন্য ধর্মরাজ॥
মূর্তিত্রয়ে পূজিবারে বড়ই পিরীতি।
সিদ্ধবাক্ দ্বিজবর দেশেতে খেয়াতি॥
নানান কাহিনী তাঁর নানাজনে রটে।
আজ্ঞায় বেলার গাছে নিত্য ফুল ফুটে॥
প্রতিদিন প্রত্যূষেতে পূজার কারণে।
বাহির হইলে তেঁহ কুসুম-চয়নে॥
পশ্চাতে পশ্চাতে তাঁর যাইয়ে আপনি।
আরাধ্যা শীতলামাতা বালিকারূপিণী॥
আভরণে শোভে অঙ্গ পরিধেয় লাল।
নুয়ায়ে ধরিত দ্বিজে কুসুমের ডাল॥
যে ডালে অনেক ফুল আছয়ে ফুটিয়া।
তুলিতেন দ্বিজবর আনন্দে পুরিয়া॥
ব্রহ্মশক্তি-পরিপূর্ণ তেজপুঞ্জ-কায়।
দেখিলেই শ্রদ্ধা-ভক্তি আপনি উজায়॥
নির্ধন যদিও তাঁর ঘরে নাই অর্থ।
সম্মুখে দাঁড়াতে কারো না ছিল সামর্থ্য॥
যে পুকুরে নিতি নিতি হ'ত স্নান তাঁর।
তাঁর আগে নামে জলে সাধ্য নাই কা'র॥
নিষ্ঠাচারে বড় আঁটা তেজস্বী ব্রাহ্মণ।
শূদ্রদত্ত দ্রব্য নহে কখনও গ্রহণ॥
গেরুয়া বসনপরা গম্ভীর আকার।
কোনও কালে নহে যাওয়া ঘরে যার তার॥
গ্রামে জানে পদ-রজে ব্যাধিনাশ হয়।
পরশিতে পদদ্বয় কাঁপিত হৃদয়॥
গ্রাম-পথে যেতে নত লোক সারি সারি।
গললগ্নবাস লুটে দোকানী পসারী॥
এদিকে দয়াল হৃদি অতি মিষ্টভাষী।
উদার সরল সমন্বিত গুণরাশি॥

Prev | Up | Next


Go to top