প্রথম খণ্ড - শ্রীপ্রভুর জন্মকথা
২
নিজে যেন সেইমত ভার্যা গুণবতী।
মূর্তিমতী দয়া যেন গঠন-আকৃতি॥
ক্ষুধার্ত যে কেহ গিয়া দাঁড়ালে দুয়ারে।
যতনে দিতেন তিনি যা থাকিত ঘরে॥
অন্তরেতে সরলতা এত দীপ্তিমান।
উত্তর পূরব কিছু না ছিল গেয়ান॥
অবিদিত সাতপাঁচ পরহিতে রত।
নিরুপম অলৌকিক গুণ কব কত॥
সামান্যা নহেন ইনি ব্রাহ্মণের ঘরে।
ভূভার-হরণ-প্রভু ধরেন উদরে॥
প্রভুর জননী হন আমাদের আই।
অতঃপর এই আখ্যা দিয়া তাঁরে গাই॥
কোটি কোটি দণ্ডবৎ আইর চরণে।
আক্ষেপ বড়ই তাঁয় না দেখি নয়নে॥
গলবাস করজোড়ে সকলের আগে।
আইর চরণরেণু অভাগিয়া মাগে॥
তাঁহার ভাগ্যের কথা না যায় বাখানি।
তিন পুত্র প্রসবেন আই ঠাকুরানী॥
শ্রীরামকুমার আগে, মাঝে রামেশ্বর।
সবার কনিষ্ঠ প্রভু করুণাসাগর॥
কন্যাদ্বয়মধ্যে দেবী কাত্যায়নী জ্যেষ্ঠা।
সর্বমঙ্গলাদেবী তাঁহার কনিষ্ঠা॥
জ্যেষ্ঠপুত্র শ্রীরামের অক্ষয়-নন্দন।
কৈশোরবয়সে দেহ ছাড়িল জীবন॥
মধ্যমের দুই পুত্র একটি নন্দিনী।
রামলাল, শিবরাম, লক্ষ্মী ঠাকুরানী॥
এই কয় মাত্র দেখি ইষ্টপরিবার।
অসংখ্য প্রণাম করি শ্রীপদে সবার॥