প্রথম খণ্ড - শ্রীপ্রভুর জন্মকথা
৯
নাম রাখিবার কাল এল দিনে দিনে।
কি নাম রাখিবে পিতামাতা ভাবে মনে॥
গয়াধামে গদাধর করি দরশন।
পাইলেন কোলে হেন কুমাররতন॥
সেইহেতু রাখিলেন নাম গদাধর।
ডাকেন গদাই বলি করিয়া আদর॥
গুরুদত্ত নাম রামকৃষ্ণনাম খ্যাত।
রামকৃষ্ণ পরমহংস ভুবনে বিদিত॥
জোড়া নামে গড়া নাম নামের মহিমা।
বেদবিধি নাহি পারে করিবারে সীমা॥
জীবের পরম ধন পরিণামে গতি।
ভাগ্যবান নামে যার জনমে পিরীতি॥
রতি-মতি রামকৃষ্ণনামে এই চাই।
কৃপা করি দেহ দীনে ঠাকুর গদাই॥
আর এক কৃপাভিক্ষা ওহে লীলাপতি।
ঊরহ হৃদয়ে কণ্ঠে লিখাইতে পুঁথি॥