প্রথম খণ্ড - শ্রীপ্রভুর জন্মকথা
৮
শুভদিনে ষষ্ঠমাসে মুখেভাত পড়ে।
আনন্দের নাহি সীমা ব্রাহ্মণের ঘরে॥
গরীব ব্রাহ্মণবাড়ি কিন্তু আজি-দিনে।
চর্ব-চূষ্য-লেহ্য-পেয় পায় চারি-বর্ণে॥
গ্রামের ব্রাহ্মণ আর যতেক সজ্জাতি।
বৈষ্ণব ভিখারী প্রতিবাসী জোলা তাঁতী॥
সমভাবে সকলে উদর পুরি খায়।
কুলের ঠাকুর রঘুবীরের কৃপায়॥
আজি আনন্দের স্রোত তথা যাহা বহে।
তিল-আধ সাধ্য কাহার বিবরিয়া কহে॥
এদিকে দেবান্নে তৃপ্তি হইল উদর।
অন্যদিকে মনের প্রাণের তৃপ্তিকর॥
পরম সুন্দর শিশু রূপের আধার।
শোভে অঙ্গ রূপে জিনি মণি-অলঙ্কার॥
নববস্ত্র-আভরণ-সুশোভিত-গায়।
ভালে চন্দনের রেখা হারায় শোভায়॥
কিবা শোভা পায় গায় চন্দনাভরণে।
দীপ্তিহীন মণিরাজি তার সন্নিধানে॥
একে তো সুন্দর তায় চন্দনে চর্চিত।
যে দেখে স্বচক্ষে হয় সেই মুগ্ধচিত॥
বিরিঞ্চিবাঞ্ছিত দৃশ্য বদনমণ্ডলে।
কামারপুকুরবাসী দেখে ল'য়ে কোলে॥