Prev | Up | Next

দ্বিতীয় খণ্ড - তান্ত্রিক-সাধনা

১৮

আর দিন আনি কোন প্রণয়ী-যুগলে।
একত্রে সঙ্গম যবে প্রভুদেবে বলে॥
দিব্যজ্ঞানে বাবা তুমি কর নিরীক্ষণ।
জপ কর চঞ্চল না হয় যেন মন॥
সম্ভোগে সুসংযতাবস্থা নরনারী দুয়ে।
পুরুষ-প্রকৃতি-ভাব দিল দেখাইয়ে॥
শিবশক্তি মিলিত প্রধানা যার নাম।
কোটি কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তির ধাম॥
বাহ্যহারা সমাধিস্থ প্রভু গুণমণি।
পরে বাহ্যপ্রাপ্তে তাঁহে কহিল ব্রাহ্মণী॥
বলিতে না পারি আজি কি আনন্দ মনে।
দেখিয়া তোমায় সিদ্ধ আনন্দ-আসনে॥
তান্ত্রিক ব্যাপার হৈল এইখানে ইতি।
কল্যাণ-নিদান রামকৃষ্ণলীলা-গীতি॥

Prev | Up | Next


Go to top