দ্বিতীয় খণ্ড - তান্ত্রিক-সাধনা
১৭
একদিন মৎস্য রাঁধি শবের খর্পরে।
তর্পণান্তে প্রভুদেবে কহে খাইবারে॥
সন্দ-ঘৃণা-বিরহিত সুসরল মন।
উপদেশমত কার্য কৈলা সমাপন॥
গলিত মনুষ্য-মাংস এক দিন আনে।
খাইবারে দিতে চায় প্রভুর বদনে॥
এইখানে প্রভুদেব আজি বিচলিত।
খাইতে নারেন মহামাংস বিগলিত॥
চঞ্চল দেখিয়া তাঁয় কহিলা সাধিকা।
সকল করিলে বাবা হেথা কেন বাঁকা॥
এই দেখ খাই আমি এতেক বলিয়া।
মাংসের আংশিক দিল বদনে ফেলিয়া॥
প্রত্যক্ষে সাধিকা-কৃত দেখিয়া ঘটনা।
প্রচণ্ডা চণ্ডিকা-মূর্তি হয় উদ্দীপনা॥
মা মা রবে ভাবাবিষ্ট প্রভুকে দেখিয়ে।
ব্রাহ্মণী দিলেন মাংস শ্রীমুখে ফেলিয়ে॥
চণ্ডিকার ভাবারোপে নাহি আর ঘৃণা।
অবোধ্য অগম্য তত্ত্ব বুদ্ধিতে আসে না॥