Prev | Up | Next

কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)

৪৩

রাগিণী খট্। তাল জলদ্ তেতালা॥

ও রমণী কালো এমন রূপসী কেমনে।
বিধি নিরমিল নবনীরদ বরণে॥
বামা অট্ট অট্ট হাসে, দশনে দামিনী খসে, কত সুধা ক্ষরে বামার
ও বিধুবদনে॥
সিন্দূরবর দিনকরসম শোভা, অম্বুজবদন মদন-মনোলোভা।
তপনদহন শশি, উদয় হয়েছে আসি, সত্ত্বরজস্তমগুণ অরুণনয়নে॥
নাভি সরোবর নীরজ বিহারে, ঈষদ বিকচ কমল কুচভারে।
গলিত কুন্তলজাল, গলে নরমুণ্ডমাল, শবশিশু শোভে মায়ের
যুগল শ্রবণে॥
চারু চরণযুগ আভরণবৃন্দে, নখর-মুকুর-কর হিমকর নিন্দে।
কমলাকান্ত হেরি, রূপ অতি মাধুরি, শরণ লইল শ্যামার সুনির্মল
চরণে॥

Prev | Up | Next


Go to top