কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
১০৩
রাগিণী ঝিঝিট। তাল ঠুংরি॥
জয়া বল গো! পাঠান হবে না,
হর মায়ের বেদন কেমন জানেনা॥
তুমি যত বল আর, করি অঙ্গীকার, ও কথা আমারে বোলোনা॥
ওগো! হৃদয়-মাঝারে, রাখিব বাছারে, প্রহরী এ দুটী নয়ন। যদি
গিরিবর আসি কিছু কয়, জয়া! তখনি ত্যজিব জীবন। সবেমাত্র
ধন, গৌরী মোর প্রাণ, তিনদিন যদি রয়না। তবে কি সুখ আমার,
এ ছার ভবনে, এ দুঃখে প্রাণ আমার রবেনা॥
যাতনা কেমন, না জানে কখন, বিশেষে রাজার কুমারী। আর কত
দুঃখ পাবে সেখানে, জয়া! হর যে জনমভিক্ষারি। ওগো! শ্মশানে
মশানে, লৈয়ে যায় সে ধনে, আপনার গুণ কিছু জানে না। আবার
কোন লাজে হর, এসেছেন লইতে, জানেনা যে বিদায় দেবেনা॥
তখন জয়া কহে বাণী, শুন শৈলরাণি! উপদেশ কহি তোমারে!
কত বিরিঞ্চি-বাঞ্ছিত ওই পদ, তুমি তনয়া ভেবেছ যাহারে। কমলা-
কান্তের, নিবেদন ধর, শিব বিনা শিবা পাবে না। যদি জামাতা শঙ্করে,
পার রাখিবারে, তবে তোমার গৌরী যাবে না॥
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী জঙলা ঝিঝৌটী। তাল ঠুংরি।
জয়া বল গো পাঠান হবেনা,।
হর মায়ের বেদন কেমন জানে না।
তুমি যত বল আর, করি অঙ্গীকার,
ও কথা আমারে বলো না।
ওগো হৃদয়-মাঝারে, রাখিব বাছারে,
প্রহরী দুটি নয়ন।
যদি গিরিবর আসি কিছু কয় জয়া তখনি
ত্যজিব প্রাণ।
সবেমাত্র ধন, গৌরী মোর প্রাণ,
তিনদিন যদি রয়না, তবে কি সুখ আমার
এ ছার ভবনে, এ দুঃখে প্রাণ আর রবে না॥
যাতনা কেমন, না জানে কখন,
বিশেষে রাজার কুমারী!
আর কত দুঃখ পাবে সেখানে,
জয়া হর যে জনম-ভিখারি।
ওগো শ্মশানে মশানে, লইয়ে যায় এ ধনে,
আপনার গুণ কিছু জানে না।
আবার কোন লাজে হর এসেছেন লইতে
জানেনা যে বিদায় দেবেনা।
তখন জয়া কহে বাণী, শুন শৈলরাণী,
উপদেশ কহি তোমারে, কত বিরিঞ্চিবাঞ্ছিত
ঐ পদ তুমি তনয়া ভেবেছ যাহারে। কমলাকা-
ন্তের, নিবেদন ধর, শিব বিনে শিবে পাবেনা,
যদি জামাতা শঙ্করে, পার রাখিবারে, তবে
তোমার গৌরী যাবেনা।
পাঠান্তর / পাঠভেদ:
জয়া, বল গো পাঠানো হবেনা।
হর - মায়ের বেদন কেমন জানেনা॥
তুমি যত বল আর, করি অঙ্গীকার, ও কথা আমারে ব'লোনা॥
ওগো, হৃদয়-মাঝারে রাখিব বাছারে, প্রহরী এ দুটি নয়ন।
যদি গিরিবর আসি কিছু কয়, জয়া, তখনি ত্যজিব জীবন॥
সবেমাত্র ধন, গৌরী মোর প্রাণ, তিন দিন যদি রয় না -
তবে কি সুখ আমার এ ছার ভবনে,
এ দুঃখে প্রাণ আমার রবে না॥
যাতনা কেমন, না জানে কখন, বিশেষে রাজার কুমারী।
আর কত দুঃখ পাবে সেখানে, জয়া, হর যে জনম-ভিখারী॥
ওগো, শ্মশানে মশানে লৈয়ে যায় সে ধনে,
আপনার গুণ কিছু জানে না।
আবার কোন্ লাজে হর এসেছেন লইতে;
জানে না যে বিদায় দেবে না॥
তখন জয়া কহে বাণী, শুন শৈলরাণি,
উপদেশ কহি তোমারে।
কত বিরিঞ্চি-বাঞ্ছিত ঐ পদ, তুমি তনয়া ভেবেছ যাহারে।
কমলাকান্তের নিবেদন ধর, শিব বিনা শিবা পাবে না।
যদি জামাতা শঙ্করে পার রাখিবারে,
তবে তোমার গৌরী যাবে না॥
পাঠান্তর / পাঠভেদ:
জয়া, বল গো পাঠানো হবেনা।
হর - মায়ের বেদন কেমন জানেনা॥
তুমি যত বল আর, করি অঙ্গীকার, ও কথা আমারে ব'লোনা।
ওগো, হৃদয়-মাঝারে রাখিব বাছারে, প্রহরী এ দুটি নয়ন।
যদি গিরিবর আসি কিছু কয়, জয়া তখনি ত্যজিব জীবন॥
সবেমাত্র ধন, গৌরী মোর প্রাণ, তিন দিন যদি রয় না -
তবে কি সুখ আমার এ ছার ভবনে, এ দুঃখে প্রাণ আমার রবে না॥
যাতনা কেমন, না জানে কখন, বিশেষে রাজার কুমারী।
আর কত দুঃখ পাবে সেখানে, জয়া হর যে জনম-ভিখারী॥
ওগো, শ্মশানে মশানে লৈয়ে যায় সে ধনে,
আপনার গুণ কিছু জানে না।
আবার কোন্ কাজে হর এসেছেন লইতে;
জানে না যে বিদায় দেবে না॥
তখন জয়া কহে রাণী, শুন শৈলরাণি,
উপদেশ কহি তোমারে।
কত বিরিঞ্চি-বাঞ্ছিত ঐ পদ, তুমি তনয়া ভেবেছ যাহারে।
কমলাকান্তের নিবেদন ধর, শিব বিনা শিবা পাবে না॥
যদি জামাতা শঙ্করে পার রাখিবারে।
তবে তোমার গৌরী যাবে না।