কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
২২৬
রাগিণী ঝিঝিট। তাল ঢিমা তেতালা।
শ্যামা আমার কালো কে বলে, আরে মন! কি বল।ঘোর রূপে ঘোর তিমির নাশে, কামরিপু অমনি ভুলিল, রে॥কালী রে অনন্ত-রবি-শশী-তেজ, আরে কোটি-ইন্দু-সমান শীতল।কমলাকান্ত ও রূপ হেরিয়ে নাহি দেখে সমতুল, রে॥