কমলাকান্ত ভট্টাচার্য (সাধক)
২২৭
রাগিণী সুরট মল্লার। তাল তিওট্।
শ্যামা নামের মহিমা অপার, কেনে মন! মিছে ভ্রম বারে বার,
রে মন!॥
চঞ্চল রে মানসা মধু-আশে, অভয়চরণ কর সার, রে!॥
মন রে সুকৃতি বট, সদা শ্যামানাম রট, রে অনায়াসে নাশ তব
ভার। কমলাকান্তের মন! মিছে ফেরে ফের কেন, কালী বিনা কে
আছে তোমার, রে॥