Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৪৬

প্রসাদী সুর - একতালা।

বড়াই কর কিসে গো মা,
জানি তোমার আদি মূল, বড়াই কর কিসে।
আপনে ক্ষেপা, পতি ক্ষেপা, ক্ষেপা সহবাসে॥
তোমার আদি মূল সকলই জানি, দাতা কোন্ পূরুষে॥
মাগীমিন্সে ঝগড়া করে, রোতে নার বাসে।
মা গো, তোমার ভাতার ভিক্ষা ক'রে ফিরে দেশে দেশে॥
প্রসাদ বলে মন্দ বলি, তেমোর বাপের দোষে।
মা গো, আমার বাপের নাম লইয়ে,
বিরাজে কৈলাসে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

বড়াই কর কিসে গো মা।
জানি তোমার আদি মূল, বড়াই কর কিসে॥
আপনি ক্ষেপা, পতি ক্ষেপা, থাক ক্ষেপা সহবাসে।
তোমার আদি মূল সকলই জানি, দাতা তুমি কোন্ পুরুষে॥
মাগীমিন্সে ঝগড়া ক'রে রইতে নার আপন বাসে।
মাগো তোমার ভাতার ভিক্ষা ক'রে ফিরে কেন দেশে দেশে॥
প্রসাদ বলে মন্দ বলি, কেবল তোমার বাপের দোষে।
মাগো আমার বাপের নাম লইলে বিরাজ করে কৈলাসে॥

Prev | Up | Next


Go to top