রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৫৪
প্রসাদী সুর - একতালা।
ভাল ব্যাপার মন কর্তে এলে।
ভাসিয়ে মানব-তরী কারণজলে॥
বাণিজ্য করিতে এলে, মন ভবনদীর জলে।
ওরে, কেউ করিল দুনো ব্যাপার,
কেহ কেহ বা হারালো মূলে॥
ক্ষিত্যপ্ তেজ মরুৎ ব্যোম,
বোঝাই আছে নায়ের খোলে।
ওরে, ছয় দাঁড়ি ছয় দিকে টেনে
গুঁড়ায় পা দে ডুবিয়ে দিলে॥
পাঁচ জিনিস নে ব্যবসা করা পাঁচে ডেকে পাঁচে মিলে।
যখন পাঁচে পাঁচ মিশায়ে যাবে,
কি হবে তাই প্রসাদ বলে
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
ভাল ব্যাপার মন কর্তে এলে।
ভাসিয়ে মানব-তরী কারণ-জলে॥
বাণিজ্য করিতে এলে, মন ভবনদীর জলে,
ওরে কেউ করিল দুনো ব্যাপার, কেউ হারালে লাভেমূলে॥
ক্ষিত্যপ্তেজঃমরুদ্ব্যোম, বোঝাই আছে নায়ের খোলে।
ওরে ছয় দাঁড়ি ছয় দিকে টেনে, গোড়ায় পা দে ডুবিয়ে দিলে॥
পাঁচ জিনিস নে ব্যবসা করা, পাঁচে ডেকে পাঁচে মিলে।
যখন পাঁচে পাঁচ মিশায়ে যাবে, কি হবে তাই প্রসাদ বলে॥