রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৫৫
প্রসাদী সুর - একতালা।
ভূতের বেগার খাটিব কত।
তারা বল আমায় খাটাবি কত॥
আমি ভাবি এক, হয় আর সুখ নাই মা কদাচিত।
পঞ্চ দিকে নিয়ে বেড়ায়, এ দেহের পঞ্চভূত
ও মা ষড়রিপু-সাহায্যে তায়, হলো ভূতের অনুগত॥
আসিয়া ভব-সংসারে, দুঃখ পেলেম যথোচিত।
ও মা যার সুখেতে হব সুখী, সে মন নয় গো মনের মত॥
চিনি ব'লে নিম খাওয়ালে, ঘুচলো না সে মুখের তিত।
কেন ভিষক্ প্রসাদ, মনে বিষাদ,
হয়ে কালীর শরণাগত॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
ভূতের বেগার খাটবো কত।
তারা, বল আমায় খাটাবি কত॥
আমি ভাবি এক, হয় আর, সুখ নাই মা কদাচিত।
পঞ্চ দিকে নিয়ে বেড়ায়, এ দেহের পঞ্চভূত।
ওমা, ষড়রিপু সাহায্য তায়, হলো ভূতের অনুগত॥
আসিয়া ভব-সংসারে, দুঃখ পেলেম যথোচিত।
ওমা, যার সুখেতে হব সুখী, সে মন নয় গো মনের মত॥
চিনি ব'লে নিম খাওয়ালে ঘুচলো না সে মুখের তিত
কেন ভিষক প্রসাদ, মনে বিষাদ, হয়ে কালীর শরণাগত॥