Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৫৭

মূলতানী - একতালা।

মন আমার যেতে চায় গো, আনন্দ-কাননে।
শিবকৃত বারাণসী, সেই শিব পদবাসী,
তবু মন ধায় কাশী, রব কেমনে।
অন্নপূর্ণা-রূপ ধর, পঞ্চক্রোশী পদে কর,
নখজালে গঙ্গা, মণিকর্ণিকার সনে॥
বিপদে অলক্ত-আভা, অসি-বরুণার শোভা,
হউক পদারবিন্দে হেরি নয়নে।
প্রসাদ আছে খেদযুক্ত, শান্ত করা উপযুক্ত,
কিবা কাজ অভিযুক্ত-পুরী-গমনে॥

পাঠান্তর / পাঠভেদ:

মন আমার যেতে চায় গো, আনন্দকাননে।
বট মনোময়ী সান্ত্বনা কর না এই মনে॥
শিবকৃত বারাণসী,        সেই শিব পদবাসী,
তবু মন যায় কাশী, রব কেমনে।
অন্নপূর্ণা-রূপ ধর,        পঞ্চক্রোশী পদে কর,
মজালে গঙ্গা মণিকর্ণিকাসনে॥
দ্বিপাশে অলক্ত-আভা,        অসি-বরুণার শোভা,
হৌক পদারবিন্দে হেরি নয়নে।
প্রসাদ আছে খেদযুক্ত,        শান্ত করা উপযুক্ত,
কিবা কাজ অভিযুক্ত-পুরী-গমনে॥

Prev | Up | Next


Go to top