রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৫৬
গাড়া-ভৈরবী - যৎ।
ভেবে দেখ মন কেউ কার নয়, মিছে ফের ভূমণ্ডলে।
দিন দুই তিনের জন্য ভবে, কর্তা ব'লে সবাই বলে।
আবার সে কর্তারে দিবে ফেলে,
কালাকালের কর্তা এলে॥
যার জন্যে মর ভেবে সে কি সঙ্গে যাবে চলে।
সেই প্রেয়সী দিবে গোবরছড়া, অমঙ্গল হবে ব'লে॥
শ্রীরামপ্রসাদ বলে, শমন যখন ধর্বে চুলে।
তখন ডাকবি কালী কালী ব'লে
কি করিতে পার্বে কালে॥
পাঠান্তর / পাঠভেদ:
গাড়া-ভৈরবী - যৎ
ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ফের ভূমণ্ডলে।
ভুল না দক্ষিণে-কালী বদ্ধ হ'য়ে মায়াজালে॥
দিন দুই-তিনের জন্য ভবে, কর্তা ব'লে সবাই বলে।
আবার সে কর্তারে দিবে ফেলে, কালাকালের কর্তা এলে॥
যার জন্যে মর ভেবে, সে কি সঙ্গে যাবে চলে।
সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে ব'লে॥
শ্রীরামপ্রসাদে বলে শমন যখন ধরবে চুলে।
তখন ডাকবি কালী কালী ব'লে, কি কর্তে পারবে কালে।
পাঠান্তর / পাঠভেদ:
রাগিণী গারা ভৈরবী তাল জৎ।
ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ফিরো ভূমণ্ডলে,
ভুলনারে শ্যামার চরণ বদ্ধ হয়ে মায়াজালে॥
দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে,
আবার সে কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে॥
যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে,
সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে॥
দীন রামপ্রসাদ বলে সমন যখন ধরবে চুলে,
যখন ডাকবি কালী কালী বলে,
কি করিতে পারিবে কালে॥