রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৬১
মূলতান - একতালা।
মন কালী কালী বল।
বিপদনাশিনী কালীর নাম জপ না,
ওরে ও মন, কেন ভুল॥
কিঞ্চিত কর না ভয়, দেখে অগাধ সলিল।
ওরে অনায়াসে ভবনদীর কালী কুলাইবেন কূল॥
যা হবার তা হলো ভাল, কাল গেল মন কালী বল।
এবার কালের চক্ষে দিয়ে ধূল, ভবপারাবারে চল॥
শ্রীরামপ্রসাদে বলে, কেন মন ভুল।
ওরে, কালী নাম অন্তরে জপ,
বেলা অবসান হইল॥