রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৬২
প্রসাদী সুর - একতালা।
মন কেন মার চরণ ছাড়া।
ও মন ভাব শক্তি, পাবে মুক্তি, বাঁধ দিয়া ভক্তি-দড়া॥
তনয় থাক্তে না দেখলে মন,
কেমন তোমার কপাল পোড়া।
মা ভক্তে ছলিতে তনয়ারূপেতে,
বাঁধেন আসি ঘরের বেড়া॥
মায়ে যত ভালবাসে, বুঝা যাবে মৃত্যুশেষে,
মোলে দণ্ড দুচার কন্নাকাটী, শেষে দিবে গোবরছড়া॥
ভাই বন্ধু দারা সুত, কেবলমাত্র মায়ার গোড়া।
মোলে সঙ্গে দিবে মেটে কলসী, কড়ি দিবে অষ্ট কড়া॥
অঙ্গেতে যত আভরণ, সকলই করিবে হরণ।
দোসর বস্ত্র গায় দিবে, চার কোণা,
মাঝখানে ফাঁড়া।
যেই ধ্যানে একমনে, সেই পাবে কালিকা তারা।
বের হয়ে দেখ কন্যারূপে,
রামপ্রসাদে বাঁধছে বেড়া॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মন কেন মায়ের চরণ ছাড়া।
ও মন ভাব শক্তি, পাবে মুক্তি, বাঁধ দিয়া ভক্তিদড়া॥
নয়ন থাকতে না দেখলে মন, কেমন তোমার কপাল পোড়া।
মা ভক্তে ছলিতে তনয়া-রূপেতে, বেঁধে গেলেন ঘরের বেড়া॥
মায়ে যত ভালবাসে, বুঝা যাবে মৃত্যুশেষে।
মোলে দণ্ড দুচার কান্নাকাটী, শেষে দিবে গোবরছড়া॥
ভাই বন্ধু দারা সুত, কেবলমাত্র মায়ার গোড়া।
মোলে সঙ্গে দিবে মেটে কলসী, কড়ি দিবে অষ্টকড়া॥
অঙ্গেতে যত আভরণ, সকলই করিবে হরণ।
দোসর বস্ত্র গায়ে দিবে, চারকোণা মাঝখানে ফাঁড়া॥
যেই ধ্যানে এক মনে, সেই পাবে মা তোমায় তারা।
তখন একবার এসে কন্যারূপে, রামপ্রসাদের বেঁধো বেড়া