Prev | Up | Next

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

১৬৬

প্রসাদী সুর - একতালা।

মন গরিবের কি দোষ আছে।
তুমি বাজীকরের মেয়ে শ্যামা, যেম্নি নাচাও তেম্নি নাচে॥
তুমি কর্ম ধর্মাধর্ম,        মর্মকথা বুঝা গেছে।
ও মা, তুমি ক্ষিতি তুমি জল, ফল ফলাচ্ছ ফলা গাছে॥
তুমি শক্তি তুমি ভক্তি, তুমিই মুক্তি শিব বলেছে।
ও মা, তুমি দুঃখ তুমিই সুখ চণ্ডীতে তা লেখা আছে॥
প্রসাদ বলে কর্মসূত্র,        সে সূতার কাটনা কেটেছে।
ও মা, মায়াসূত্রে বেঁধে জীব,
ক্ষেপা-ক্ষেপি খেল খেলিছে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী - একতালা

মন গরীবের কি দোষ আছে।
তুমি বাজিকরের মেয়ে শ্যামা, যেম্নি নাচাও তেম্নি নাচে॥
তুমি কর্ম ধর্মাধর্ম, মর্মকথা বুঝা গেছে।
ওমা তুমি ক্ষিতি, তুমি জল, ফল ফলাচ্ছ ফলা গাছে॥
তুমি শক্তি তুমি ভক্তি, তুমিই মুক্তি শিব বলেছে।
ওমা তুমি দুঃখ তুমি সুখ চণ্ডীতে তা লেখা আছে॥
প্রসাদ বলে কর্মসূত্র সে সূতায় কাট্না কেটেছে।
সেই মায়াসূত্রে বেঁধে জীব ক্ষেপা-ক্ষেপি খেল খেলিছে॥

পাঠান্তর / পাঠভেদ:

মন-গরীবের কি দোষ আছে!
তুমি বাজিকরের মেয়ে শ্যামা, যেমনি নাচাও তেম্নি নাচে॥
তুমি কর্ম ধর্মাধর্ম, মর্ম-কথা বুঝা গেছে।
ও মা, তুমি ক্ষিতি, তুমি জল, ফল ফলাচ্ছ ফলা গাছে॥
তুমি শক্তি, তুমি ভক্তি, তুমিই মুক্তি শিব বলেছে।
ও মা, তুমি দুঃখ, তুমিই সুখ, চণ্ডীতে তা লেখা আছে॥
প্রসাদ বলে, কর্ম-সূত্র, সে সূতার কাটনা কেটেছে।
ও মা, মায়া-সূত্রে বেঁধে জীব, ক্ষেপা ক্ষেপী খেল খেলিছে॥

Prev | Up | Next


Go to top