রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৬৫
প্রসাদী সুর - একতালা।
মন খেলাও রে দাণ্ডাগুলি।
আমি তোমা বিনে নাহি খেলি॥
এড়ি বেড়ি তেড়ি চাইল,
চম্পাকলি ধূলা ধূলি।
আমি কালীর নামে মার্ব বাড়ি,
ভাঙব যমের মাথার খুলি॥
ছয়জনের মন্ত্রণা নিলি,
তাইতে পাগল ভুলে গেলি।
রামপ্রসাদের খেলা ভাঙলি,
গলে দিলি কাঁথা ঝুলি॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী - একতালা
মন খেলাও রে ডাণ্ডাগুলি।
আমি তোমা বিনা নাহি খেলি॥
এড়ি বেড়ি তেড়ি চাইল, চম্পাকলি ধূলাধূলি।
আমি কালীর নামে মারব বাড়ি, ভাঙব যমের মাথার খুলি
ছয়জনের মন্ত্রণা নিলি, তাইতে পাগল ভুলে গেলি।
রামপ্রসাদের খেলা ভাঙলি, গলে দিলে কাঁথা ঝুলি॥