রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
১৬৮
প্রসাদী সুর - একতালা।
মন তুই কাঙালী কিসে।
ও তুই জানিস্ না রে সর্বনেশে॥
অনিত্য ধনের আশে, ভ্রমিতেছ দেশে দেশে।
ও তোর ঘরে চিন্তামণি-নিধি, দেখিস্ না রে ব'সে ব'সে॥
মনের মত মন যদি হও, রাখ রে যোগেতে মিশে।
যখন অজপা পূর্ণিত হবে,
ধর্বে না আর কাল-বিষে॥
গুরুদত্ত রত্ন-তোড়া, বাঁধ রে যতনে ক'সে।
দীন রামপ্রসাদের এই মিনতি,
অভয় চরণ পাবার আশে॥